সুন্দরগঞ্জে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ইউএনও’র মত বিনিময়
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন-“উত্তরাঞ্চলে অভিজ্ঞতা আমার নতুন। আমি একজন শিক্ষা ও কৃষি অনুরাগী মানুষ। এলাকার কৃষির মান বেশ উন্নত। নদী ভাঙ্গন কবলিত ৭টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই দূর্বল। বাল্য বিয়ে বন্ধে স্থানীয় চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন- সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলমত নির্বিশেষে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে অধিকাংশ সমস্যাই সমাধান করা সম্ভব।”
মত বিনিময় কালে গণমাধ্যম কর্মীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন- সাংবাদিক ও প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, প্রভাষক এমএ মাসুদ, মোশাররফ হোসেন বুলু, রাশিদুল আলম চাঁদ, শাহ রেদওয়ানুর রহমান, আবু বক্কর সিদ্দিক, একেএম শামছুল হক, শেখ মামুন উর রশিদ, শফিকুল ইসলাম অবুঝ, আনিছুর রহমান প্রমুখ।